বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক শামছুল হুদা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এসএম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুল আলম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পৌর মেয়র ওমর ফারুক খান প্রমুখ।
সভায় বক্তারা শহীদ সালামের জীবনের নানা দিক ও মাতৃভাষা চর্চার বিষয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। তাই স্কুলের শিক্ষকদের সহযোগিতায় খুদে শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিভীষন কুমার বসাক বাংলানিউজকে জানান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি শহীদুল ইসলাম ও প্রধান শিক্ষকের সার্বিক সহযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা একটি শহীদ মিনার বানিয়েছে।
স্কুলের শিক্ষার্থীরা জানান, তাদের স্কুলে শহীদ মিনার নেই, উপজেলা সদরের শহীদ মিনার দূরে হওয়ায় নিজেরাই শিক্ষাকদের সহযোগিতায় শহীদ মিনার বানিয়ে ভাষা শহীদদের সম্মান জানিয়েছি।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এসএইচডি /আরআইএস/