বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ১নং যৌথ রাবার বাগান এলাকায় ইউপিডিএফের বিবাদমান দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ে নিহত হন।
এদিকে, এ ঘটনায় এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দীঘিনালা উপজেলা সংগঠক কালো প্রিয় চাকমা।
তিনি দাবি করেন, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এরা হলেন- ইউপিডিএফ সদস্য অনিল ত্রিপুরা (৪০), মিলন ত্রিপুরা (২৮) ও রুবেল চাকমা (২৬)।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দাখিল করেনি বলেও জানান তিনি।
** দীঘিনালায় দুই পক্ষের গুলি বিনিময়ে নিহত ১
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
আরআইএস/