ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বইমেলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বইমেলা  লক্ষ্মীপুরে বইমেলার উদ্বোধন। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে লক্ষ্মীপুরে। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে লক্ষ্মীপুরের কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এ বইমেলা উদ্বোধন করা হয়।  

এ মেলায় লক্ষ্মীপুর শিশু একাডেমী, ইসলামী ফাউন্ডেশন, আশ্ররাফিয়া ও ছাত্রবন্ধু লাইব্রেরীসহ ১৬টি স্টল বসে।

 

মেলার উদ্বোধনী দিনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে মেলা প্রাঙ্গণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌরসভার মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন।

এতে আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের মহত্ব ও ভাষাশহীদদের আত্মত্যাগ নিয়ে কথা বলেন বক্তারা।  

বক্তারা বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলা ভাষা। এর জন্য রক্ত দিতে হয়েছে বাঙালিকে। আর এ আত্মত্যাগকে সম্মান জানিয়ে আজ বিশ্বের ১৯৩টি দেশে এই দিবস পালিত হচ্ছে।

সভা শেষে সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।  

বাংলাদেশ সময় : ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এসআর/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।