ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার আন্তঃজেলা দু্ডই ডাকাত সদস্য

বগুড়া: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে রহিম বক্স (৫০) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জামগ্রামের মৃত কাশেম আলীর ছেলে সাইদুল ইসলাম ভোলা (৪৫)।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) পিএন সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোরে জেলা সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আনোয়ার হোসেনের নেতৃত্বে ঢাকার যাত্রাবাড়ী এলাকয় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

তাদের বিরুদ্ধে এ থানায় ডাকাতির মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।