ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ডিজিটাল মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
মাগুরায় ডিজিটাল মেলা শুরু উদ্বোধনী র‌্যালি

মাগুরা: মাগুরায় তথ্য প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর এটুআই প্রোগ্রামের সহযোগিতায় মাগুরা বিজয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। পরে শহরের নোমানি ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

মাগুরা জেলা প্রশাসক মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার আমিজ আহমেদ, মুক্তিযোদ্ধা আবু নাছির বাবলু, অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন- প্রযুক্তির বহুবিধ ব্যবহারের মাধ্যমে সকল ধরনের সেবা তৃণমূলে পৌঁছে দেওয়াসহ তথ্য প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে মেলায় মোট ৬৩টি স্টলে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের উন্নয়ণমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।