ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ আহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
পঞ্চগড়ে কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ আহত ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কম্প্রেসার বিস্ফোরিত হয়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি বাজারে ‘আনিকা ওয়ার্কশপ’ নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আমিনার (৩০), দিন ইসলাম (৫) ও সাইফুল (১৪)।

 

জানা যায়, প্রতিদিনের মতো দোকানে কাজ করছিল সাইফুল। একপর্যায়ে একটি গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় কম্প্রেসার বিস্ফোরিত হয়। এতে দোকান মালিক আমিনার, তার ছেলে দিন ইসলাম ও কর্মচারী সাইফুল আহত হয়। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারেক রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।