ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হজের চূড়ান্ত নিবন্ধনের তালিকা প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
হজের চূড়ান্ত নিবন্ধনের তালিকা প্রকাশ

ঢাকা: ২০১৮ সালে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে যারা হজের চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন তাদের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত তথ্য অনুসারে ২০১৮ সালে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের মধ্য হতে ১৬ হাজার ৭৩ ক্রমিক পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।
 
অপরদিকে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের মধ্য থেকে ৩ লাখ ৫২ হাজার ২৯২ ক্রমিক পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।


 
২০১৮ সালে প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে যারা নির্ধারিত ক্রমিকের মধ্যে থেকেও নিবন্ধন সম্পন্ন না করবেন জাতীয় হজ ও ওমরা নীতি অনুযায়ী তাদের  প্রাক-নিবন্ধন পরবর্তী এক বছর পর্যন্ত বলবৎ থাকবে।  
 
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।