ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ভিক্ষুকদের মধ্যে সেলাই মেশিন ও টাকা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
বাগেরহাটে ভিক্ষুকদের মধ্যে সেলাই মেশিন ও টাকা বিতরণ সেলাই মেশিন ও টাকা বিতরণ

বাগেরহাট: ভিক্ষুক মুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মধ্যে সেলাই মেশিন, ভ্যানগাড়ি ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা প্রশাসন ভিক্ষাবৃত্তি বন্ধে এ অনুদান ও উপকরণ দেয়।

এ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় ও সিভিল সার্জন অরুন চন্দ্র মণ্ডল।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নার্গিস পারভিন, জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক অগ্রহ কুমার রায়, নয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার ৭৫টি ইউনিয়নের ৮১জন ভিক্ষুককে সেলাই মেশিন, ভ্যানগাড়ি ও নগদ টাকা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।