ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দুমকিতে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
দুমকিতে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে সারিকা বেগম (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পরিবারের সবার অগোচরে বসত ঘরের বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

সারিকা উপজেলার রাজাখালী গ্রামের আবদুল বারেক খানের মেয়ে এবং জনতা কলেজের উচ্চ মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থী ছিলো।

 

ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লুথ্যারাণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, সারিকা বেগমের আত্মহত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী জেনারেল হাসপাতালর মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।