ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
মৌলভীবাজারে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজার: মৌলভীবাজারে বিশেষ অভিযান চালিয়ে ৯২ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার কুইসার এলাকার ছুফু মিয়ার ছেলে মোজাহিদ মিয়া (২৩), শহরের বেরীরচর এলাকার বাসিন্দা কালা মিয়ার ছেলে জহির মিয়া (৪০), একই এলাকার সামছুল আহমেদের ছেলে আল-আমিন (২৫), কুলাউড়া উপজেলার লংলা চা বাগানের শীতারাম নাইডুর ছেলে খোকন নাইডু (৪০)।

পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সহকারী উপ পরিদর্শক (এএসআই)  মুমিন উল্ল্যাহ বাংলানিউজকে জানান, আটক চারজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের মধ্যে মোজাহিদ ও জহির মাদক মামলার আসামি।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।