ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মোঃ নাঈম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. বাপ্পি (৩৫) ও রাব্বী (১৭) নামে ২ জন।

 

নিহত মোঃ নাঈম সদর উপজেলার আগড়বাড়ি এলাকার আজিজ হাওলাদারের ছেলে। পেশায় তিনি ট্রলির হেলপার।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)সন্ধ্যার দিকে সদর উপজেলার কৃষ্ণকাঠি-মানপাশা সড়কের বটতলা এলাকায় বালুভর্তি ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ট্রলির হেলপার নাঈম ঘটনাস্থলেই মারা যান। এবং অপর হেলপার রাব্বি ও ট্রলিচালক বাপ্পি গুরুতর আহত হন।

আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮

এমএস/ জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।