ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে আনসার সদস্যের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
মহেশখালীতে আনসার সদস্যের মৃত্যু

কক্সবাজার: হৃদরোগে আক্রান্ত হয়ে মহেশখালী থানায় কর্মরত আবদুল গফুর (৫২) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় থানায় কর্তব্যরত অবস্থায় তিনি মারা যান।

আনসার সদস্য গফুর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের নেজারত আলীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে থানায় দায়িত্ব পালনের সময় গফুর হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, মরদেহ মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।  

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেবে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
টিটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।