ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নির্মাণ হচ্ছে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের আবাসিক কমপ্লেক্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
নির্মাণ হচ্ছে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের আবাসিক কমপ্লেক্স পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন এলজিইডি'র প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ

বগুড়া: বছরে ১২ হাজার কোটি টাকার কাজ বাস্তবায়ন করছে জানিয়েয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, সারাদেশের উন্নয়নের পাশাপাশি ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য আবাসিক কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে এলজিইডি রাজশাহী বিভাগের সব উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, দেশে মোট ৩৬৮টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করছে এলজিইডি।

এরই ধারাবাহিকতায় বগুড়াতেও ১২টি কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় কাজগুলো চলছে। আমরা শুধু কাজগুলো বাস্তবায়ন করছি।  

তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করেছে। মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। তাদের কারণে বাংলাদেশের নামে একটি রাষ্ট্র পেয়েছে এ দেশের মানুষ।

সভায় আরও বক্তব্য রাখেন- এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) নূর মোহাম্মাদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর ব্যবস্থাপনা) আব্দুল মালেক সরকার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রাজশাহী বিভাগ) একে আজাদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পিইডিপি-৩) আশরাফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বগুড়া অঞ্চল) সুশংকর চন্দ্র আচার্য্য, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মতিন, বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাইম উদ্দিন মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।