ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন-ফাইল ছবি

মানিকগঞ্জ: ঘন কুয়াশায় দু’দফায় দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। একদিকে বাড়তি যানবাহনের তুলনায় ফেরি সংকট, অপরদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের এ দীর্ঘ লাইন বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্টরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাত শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে বলে জানান উভয় ফেরিঘাট এলাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর সোয়া ৬টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে একবার ফেরি চলাচল শুরু করার চেষ্টা করে আবার বন্ধ রাখা হয়।  

সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে এর মধ্যে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অর্ধশত বাস ও চার শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

পাটুরিয়া ফেরিঘাট এলাকা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে। যান্ত্রিক ক্রটির কারণে পাটুরিয়া ফেরিঘাটের ভাসমান মেরামত কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে দু’টি ফেরি। যে কারণে ঘাট এলাকায় সবশেষ বাস ও ট্রাক মিলে আড়াইশ’ যানবাহন নৌরুট পারের অকেক্ষায় রয়েছে।  

তবে অপেক্ষমাণ যানবাহনের অধিকাংশ পণ্যবাহী ট্রাক। যাত্রীবাহী বাসের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলোকে নৌরুট পারাপার করা হবে। এতে করে বিকেল পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪,২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।