ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর থেকে আবু বক্কর (১৬) নামে এক কাওমী মাদ্রাসার ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ওই মাদ্রাসার বাথরুম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে পরিবারের স্বজনদের দাবি এটি হত্যাকাণ্ড।

আবু বক্কর সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুর পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, ফজরের নামাজের পর বাথরুমের দরজা ভেঙে বক্করের মরদেহ উদ্ধার করা হয়। এসময় বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

আবু বক্করের স্বজনরা জানায়, শুক্রবার সকালে সে বাড়ি আসে। দুইশ’ টাকা নিয়ে সন্ধ্যার আগেই মাদ্রাসায় ফিরে যায়। আর সকালে তার মৃত্যুর খবর পায় তারা। তাদের দাবি এটি রহস্যজনক হত্যাকাণ্ড। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে দাবি করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।