ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ছুরিকাঘাতে নিহত ১, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
নওগাঁয় ছুরিকাঘাতে নিহত ১, আটক ১

নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় তোজাম্মেল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করেছে সেতু (৩২) নামে এক যুবক। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১১টায় এ ঘটনা ঘটে। তোজাম্মেল হোসেন সদর উপজেলার আতিতা গ্রামের বাসিন্দা ও ঘাতক সেতু এই গ্রামের আইয়ুব হোসেনের ছেলে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তোজাম্মেল এবং সেতুর মধ্য দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে গ্রামের পাশে কির্ত্তীপুর বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেতুর কাছে থাকা ধারালো ছুরি দিয়ে তোজাম্মেলকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেতুকে আটক করে। এবং তোজাম্মেলের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক সেতুর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।