ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে বিয়েবাড়িতে মদ্যপানে ২ জনের মৃত্যু

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
কেরানীগঞ্জে বিয়েবাড়িতে মদ্যপানে ২ জনের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বিয়েবাড়িতে মদ পান করে শরিফ (৪০) ও সজল (৩০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আনোয়ার নামে আরো এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।

নিহত শরীফের ছেলে সাব্বির বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাবিবনগর এলাকায় মান্নান মিয়ার বাড়িতে ওই বাড়ির ভাড়াটিয়া লিটন মিয়ার মেয়ের বিয়ে অনুষ্ঠান চলছিল।

এ উপলক্ষে আমার বাবা ও আরো কয়েকজন মিলে মদ্যপান করেন। এসময় আমার বাবাসহ আরো দুইজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা ও সজল নামে একজন মারা যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা (এসআই) উপ পরিদর্শক শাখাওয়াত ইমতিয়াজ বাংলানিউজকে বলেন, আমরা বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।