ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বোরহানউদ্দিনে দেয়াল ধসে মাঝি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
বোরহানউদ্দিনে দেয়াল ধসে মাঝি নিহত

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় থানার কোয়ার্টারের দেয়াল ধসে জাকির হোসেন (৬০) নামে এক মাঝি নিহত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহত জাকির উপজেলার কুতুবা ইউনিয়নের বাসিন্দা ও পুলিশের মাঝি হিসেবে কাজ করতেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার জানান, সকাল সাড়ে ৯টার দিকে থানার পেছনের একটি কোয়ার্টারে কাজ করছিলেন জাকির হোসেন। এ সময় কোয়ার্টারের একটি দেয়াল ধসে তার মাথার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি।

এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন এবং পরে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।