ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে ইটভাটার লড়ির ধাক্কায় আব্দুল লতিফ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার স্থানীয় মধ্যবাজার বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

লতিফ উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী বলে জানা গেছে।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আব্দুল লতিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।  

এ ঘটনায় লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময় ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮ 
এমএএএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।