শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে কুলাউড়া উপজেলার কটারকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জানানো হয়।
ইব্রাহিম উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় একাধিক মামলা রয়েছে।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কটারকোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে দেশীয় তৈরী পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে কুলাউড়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এনটি