শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমি মজুমদার এ দণ্ডাদেশ দেন। কেরামত শালিখার চুকিনগর গ্রামের হায়দার বিশ্বাসের ছেলে।
সুমি মজুমদার বাংলানিউজকে জানান, কেরামত দীর্ঘদিন ধরে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করতেন। বিকেলে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে কেরামত আড়পাড়া বাজার এলাকায় আবার তাকে উত্ত্যক্ত করে। এ সময় এলাকাবাসী তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এনটি