ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনের ছাদে ছুরিকাঘাতে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
ট্রেনের ছাদে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকা: বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ছাদে ছুরিকাঘাতে মারা গেছেন অজ্ঞাতনামা এক যুবক। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশনের ২নং প্লাটফর্মে পৌঁছালে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে দেখতে পায় স্টেশনের লোকজন।

পরে স্টেশন মাস্টারের সহযোগিতায় কয়েকজন যুবক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃত অজ্ঞাত যুবকের মাথা, বুকসহ শরীরে কয়েকটি ছুরিকাঘাত রয়েছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি জানতে পেরেছি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।