ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শ্রদ্ধা জানাতে প্রস্তুত বনানীর সামরিক কবরস্থান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
শ্রদ্ধা জানাতে প্রস্তুত বনানীর সামরিক কবরস্থান শ্রদ্ধা জানাতে প্রস্তুত বনানীর সামরিক কবরস্থান-ছবি-শাকিল আহমেদ

বনানী সামরিক কবরস্থান থেকে: বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে নয় বছর আগে রক্তাক্ত বিদ্রোহের ঘটনায় নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত বনানীর সামরিক কবরস্থান। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাতে বনানীর সামরিক কবরস্থানে সব প্রস্তুতি শেষ হয়েছে।  

নিহতদের স্মৃতির প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিনিধিরা।

এরপর তিন বাহিনীর প্রধানরা শ্রদ্ধা জানাবেন। এরপর নিহতদের স্বজনরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।  

রক্তাক্ত সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।