ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক চালক ও হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক চালক ও হেলপার নিহত দুর্ঘটনা কবলিত ট্রাক/ ছবি: বাংলানিউজ

ঢাকা: সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীবাউর মির্জা খালের বেইলিব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। ট্রাক চালকের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (২৫ ফ্রেরুয়ারি) সকাল সাড়ে ৮দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার হামিদ মিয়া (৩০) দোয়ারাবাজার উপজেলার বোগলা গ্রামের বাসিন্দা।

নোয়ারাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরউদ্দিন বাংলানিউজকে জানান, লক্ষ্মীবাউর মির্জা খাল বেইলি ব্রিজে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক উঠে পড়ায় ব্রিজটি ভেঙে ট্রাক খালে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বাংলানিউজকে জানান, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীবাউর মির্জা খালের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। ট্রাক চালকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার হাবিবুল্লাহ।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।