ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মান্দায় গোয়াল ঘরে আগুন, গরু-ছাগল পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
মান্দায় গোয়াল ঘরে আগুন, গরু-ছাগল পুড়ে ছাই আগুনে পুড়ে ছাই হওয়া গরু-ছাগল/ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার তুরক বাড়িয়া পূর্বপাড়া গ্রামে গোয়াল ঘরে আগুন লেগে চারটি গরু দু’টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ওই গ্রামের জাহের আলীর গোয়াল ঘরে এ আগুন লাগার ঘটনা ঘটে। জাহের আলী পূর্বপাড়া গ্রামের মৃত জদু প্রামানিকের ছেলে।

জাহের আলী বাংলানিউজকে জানান, ভোর রাতে হঠাৎ করে গরুর ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। অনেক চেষ্টা করে আগুন নিয়্ন্ত্রণে এনেছি। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা চারটি ও দু’টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।