রোববার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ওই গ্রামের জাহের আলীর গোয়াল ঘরে এ আগুন লাগার ঘটনা ঘটে। জাহের আলী পূর্বপাড়া গ্রামের মৃত জদু প্রামানিকের ছেলে।
জাহের আলী বাংলানিউজকে জানান, ভোর রাতে হঠাৎ করে গরুর ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। অনেক চেষ্টা করে আগুন নিয়্ন্ত্রণে এনেছি। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা চারটি ও দু’টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
ওএইচ/