রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা জানান।
বৈঠক সূত্র বাংলানিউজকে একথা জানিয়েছে।
সূত্র বলছে, মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে নতুন রাষ্ট্রদূত জানিয়েছেন, রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ বাসভূমে ফেরাতে সর্বাত্মক সহযোগিতা করবেন তিনি।
এদিকে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়ানমারের রাষ্ট্রদূত। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি এড়িয়ে গেছেন তিনি।
রাষ্ট্রদূত ইউ এলউইন বলেন, আমার মেয়াদে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করে যাবো।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১০ জানুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে নতুন রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন। এরপর পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
কেজেড/এমএ