রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-নাগরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম জেলার দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের বাবুপুর গ্র্রামের নছু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার সিলিমপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলো। পথে বেড়াবুচনা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশাটি পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটাস্থলেই নিহত হন যাত্রী শহিদুল ইসলাম। এতে আহত হন আরো তিনজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এসআই