ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্রজোটের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্রজোটের মিছিল প্রগতিশীল ছাত্রজোটের মিছিল। ছবি: বাংলানিউজ

ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষায় ঢালাওভাবে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। পদত্যাগ না করলে আরও জোরালো আন্দোলনের হুশিয়ারী জানানো হয় ছাত্র সংগঠনটির পক্ষ থেকে। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) প্রগতিশীল ছাত্রজোটের কর্মীরা মন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের লক্ষ্যে মিছিল বের করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সচিবালয়ের দিকে আসতে থাকলে প্রেসক্লাবের কাছে পুলিশ বাধা দেয়।

 

মিছিলে উপস্থিত ছিলেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক গোলাম মোস্তফা, ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি তুহিন কান্তি দাস, ছাত্রফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ মনিকাসহ আরও অনেকে।

মিছিলের পর সমাবেশ করে ছাত্রজোটের কর্মীরা।  

সমাবেশে বক্তারা বলেন, এবার প্রায় সবগুলো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। প্রশ্নফাঁসে জড়িত শিক্ষক-ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে, কিন্তু যারা মূল অপরাধী তাদের ধরা হচ্ছেনা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের মুখে।  

ছাত্রজোটের পক্ষ থেকে আরও বলা হয়, এই শিক্ষামন্ত্রীকে ছাত্রসমাজ আর দেখতে চায়না। আপনাকে পদত্যাগ করতে হবে। আগামী এইচএসসি পরীক্ষায়ও যদি প্রশ্নফাঁসের এ ধারা বজায় থাকে, তাহলে আমরা জানি কিভাবে জোর করে পদত্যাগ করাতে হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এমএএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।