রোববার (২৫ ফেব্রুয়ারি) মিলের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।
পাবনা সুগার মিলস ওয়াকার্স ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পাবনা সুগার মিলের ওয়াকার্স ইউনিয়েনর সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল।
মানববন্ধনে বক্তারা জানান, ২০১৫ সালের অনুরুপ ১ জুলাই থেকে শ্রমিকদের ৮৭৫০ টাকা প্রারম্ভিক সর্বোচ্চ ১৫,৫০০ মজুরী নির্ধারণ করে অষ্টম জাতীয় মজুরী স্কেল ২০১৫ ঘোষণা ও ১৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবিগুলো মেনে না নেওয়া হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এনটি