ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আইনজীবীদের জন্যই খালেদাকে বেশি দিন জেলে থাকতে হবে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
আইনজীবীদের জন্যই খালেদাকে বেশি দিন জেলে থাকতে হবে 

জাতীয় সংসদ ভবন থেকে: ‘বিএনপির আইনজীবীরাই আপনাকে বাড়িছাড়া করিয়েছেন, কুমন্ত্রণা দিয়ে মাঠ ছাড়া, সংসদ ছাড়া করিয়েছেন। এরা থাকলে আপনাকে আরও অনেক দিনই জেলে থাকতে হবে। তাই সাবধান হোন, নির্বাচনে আসুন। দয়া করে আর ষড়যন্ত্রের পথে যাবেন না। আমরা চাই না খালেদা জিয়া জেলে থাকুক।’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জাতীয় সংসদে একথা বলেন।  
 
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

 

সাধারণ আলোচনায় আরো অংশ নেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক, হুইপ আতিউর রহমান আতিক, জাসদের মঈনউদ্দীন খান বাদল প্রমুখ।
 
আগামী নির্বাচন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার এককভাবে নয়, সবাইকে নিয়েই নির্বাচন করতে চায়। তবে সেই নির্বাচন খালেদা জিয়ার ইচ্ছানুযায়ী নয়, সংবিধান অনুসারেই হবে। আমরাও চাই না খালেদা জিয়া জেলে থাকুক। আমরা তার সঙ্গে নির্বাচনী মাঠেই ফাইনাল খেলা খেলতে চাই। আর দেশবাসীকেই আগামী নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে তারা আলোকিত উন্নয়ন-সমৃদ্ধ বিনির্মাণের বর্তমান পথেই থাকতে চান, নাকি আবারও জঙ্গিবাদ-সন্ত্রাস-নাশকতা, হাওয়া ভবনের অন্ধকার যুগে ফিরে যেতে চান।  

স্বাস্থ্যমন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে বলেন, প্রতিদিন ১০ লাখ ভোট বাড়লে খালেদা জিয়ার মুক্তির কী দরকার? জামিনের জন্য তার এতো আকুলতা কেন? আমরা চাই না বিএনপি নেত্রী জেলে থাকুক। আমরা নির্বাচনের মাঠে তাদের সঙ্গে খেলতে চাই। মাঠে এসে ফাইনাল খেলুন, কিন্তু ফাউল করবেন না।
 
‘মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ একটানা ২২ বছর ক্ষমতায় ছিলেন বলেই দেশটির এতো উন্নতি হয়েছে। সিঙ্গাপুর, কোরিয়াসহ অনেক দেশে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণেই উন্নতির শিখরে পৌঁছেছে। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের। মাত্র সাড়ে ৩ বছরের মধ্যে জাতির পিতাকে হত্যা করে দীর্ঘ ২১ বছর দেশকে পিছিয়ে দিয়ে গেছে।  
 
সাত ব্যাংকের মূলধন ঘাটতি প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা 
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।