ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জামিনে মুক্ত বিএনপি’র ওয়াহাব আকন্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
জামিনে মুক্ত বিএনপি’র ওয়াহাব আকন্দ জামিনে মুক্তির পর ওয়াহাব আকন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় ছাত্রদল। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: জামিনে মুক্ত হয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টানা ১৭ দিন কারাভোগের পর তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমতা আইনের দু’টি মামলায় জামিনে মুক্ত হন।  

ওয়াহাব আকন্দের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

জানা যায়, চলতি মাসের গত ৯ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলায় সাজার প্রতিবাদে ওয়াহাব আকন্দের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠন।  

এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ওয়াহাব আকন্দসহ ৮ নেতা-কর্মীকে গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় কারাগারে পাঠানো হয়। এরপর বিশেষ ক্ষমতা আইনের অপর একটি মামলায় তাকে কারাগারে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।  

মামলায় আসামী পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. মীর মিজানুর রহমান প্রমূখ।  

বাংলাদেশ সময় ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮ 
এমএএএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।