ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে মাদক নিয়ন্ত্রণে তৎপর পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
মৌলভীবাজারে মাদক নিয়ন্ত্রণে তৎপর পুলিশ মৌলভীবাজারে মাদক নিয়ন্ত্রণে তৎপর পুলিশ

মৌলভীবাজার: মৌলভীবাজারে মাদকের বিরুদ্ধে ব্যাপক তৎপরতা চালাচ্ছে পুলিশ। এর অংশ হিসেবে পুলিশের বিগত তিনদিনের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন চিহ্নিত ১৪ মাদক বিক্রেতা। ফলে শহরের মাদক চোরাচালান ও সেবন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

মৌলভীবাজার মডেল থানা সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চালানো এ অভিযানে গ্রেফতারকৃত ১৪ জন একাধিক মাদক মামলার আসামি।  

তারা হলেন-মুহিবুর রহমান সিতু (৩১), নুর সাহেদ (২২), সেলিম মিয়া (২৮), নেছার মিয়া (৩২), জুয়েল মিয়া (৩২), এনাম উদ্দিন চৌধুরী রিপু (২৫), গিয়াস উদ্দিন (২৮), মিনহাজ আলী (২০), জহির মিয়া (৪০), আল আমিন (২৫), খোকন নাইডু (২৪), মোজাহিদ মিয়া (২৩), রাজন মিয়া ওরফে কসাই রাজন (৩৫) ও রাজু কুমার ভাস্কর (৪০)।

তাদের মধ্যে সিতু ১০টি ও সাহেদ সাতটি মাদক মামলার আসামি।

জানা গেছে, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহ্ জালালের নির্দেশে ও সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে মৌলভীবাজার শহরকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। যেখানে মৌলভীবাজার মডেল থানায় প্রতি মাসে চার থেকে পাঁচটি মাদক মামলা রেকর্ড করা হতো সেখানে বিগত তিনদিনের অভিযানে গ্রেফতারকৃত ১৪ মাদক বিক্রেতার বিরুদ্ধে আরো একটি করে মামলা দায়ের করা হয়েছে।  

জানা গেছে, মৌলভীবাজার শহর ও সদর থানাধীন বিভিন্ন এলাকায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের ফলে ছোট ছোট মাদক বিক্রেতারা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। এক সময় শহরের আনাচে কানাচে মাদক বিক্রির খবর পেলেও ক’দিন ধরে মাদকের ক্রেতা-বিক্রেতারা গা ঢাকা দিয়েছেন।  মৌলভীবাজার মডেল থানা

এ ব্যাপারে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, এরই মধ্যে ১৪ জন চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছি। আশা করছি, বড় বড় মাদক বিক্রেতাদের গ্রেফতার করা হলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মৌলভীবাজার শহরকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে আনা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। তাই সাধারণ মানুষকেও এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করতে হবে। কারণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হলে এর সুফল প্রত্যেক নাগরিক পাবেন।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।