ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালিতে জাল সনদ তৈরির দায়ে যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
মহেশখালিতে জাল সনদ তৈরির দায়ে যুবক আটক মহেশখালিতে জাল সনদ তৈরির দায়ে যুবক আটক

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে নানা ধরনের জাল সনদ তৈরির দায়ে মোহাম্মদ জামাল (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া বাজার থেকে তাকে আটক করা হয়।

জামাল ছোট মহেশখালী ইউনিয়নের পশ্চিম নলবিলা এলাকার ফোরকান আহমদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পানিরছড়া বাজারের কামাল কম্পিউটার নামে একটি দোকানে অভিযান চালিয়ে জামালকে আটক করা হয়। এসময় ওই দোকান থেকে বিপুল সংখ্যক নকল সার্টিফিকেট, নকল জাতীয়তা সনদ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের নকল সিল, নকল জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, দুইটি কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টার মেশিন, ইউনিয়ন পরিষদের নকল কাগজপত্র, বেশ কয়েকটি মোবাইল ও মোবাইলের সিম উদ্ধার করা হয়।

মহেশখালি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম বাংলানিউজকে বলেন, জামালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
টিটি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।