ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পিকনিকের বাস ধাওয়া করার সময় আটক ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
পিকনিকের বাস ধাওয়া করার সময় আটক ১২

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে মাইক্রোবাস নিয়ে পিকনিকের একটি বাস ধাওয়া করার সময় মাইক্রোবাসের ড্রাইভারসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ধামইরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- তমাল, মিম, আনন ও পবনসহ তাদের ১২ সহপাঠী।

তাদের পুরো ঠিকানা পাওয়া যায়নি।

ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মুকিত কল্লোল বাংলানিউজকে বলেন, তিনটি বাস ও একটি মাইক্রোবাস নিয়ে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের নিয়ে রংপুরের ‘ভিন্ন জগতে’ পিকনিক করতে যাই। আমরা যখন ধামরইহাট থেকে রওনা দেই এসময় স্থানীয় কিছু ছেলে দুইটি মাইক্রোবাস নিয়ে আমার সাথে যায় এবং পথের মধ্য আমাদের বাসে থাকা শিক্ষার্থীদের আপত্তিকর কথা বলে। এরপর পিকনিক থেকে ফেরার পথে ওই ঘটনার পুনারাবৃত্তি ঘটলে ধামইরহাট পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে তাদের আটক করে।  

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এইচএল/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।