ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জের বাকিলা বাজারে আগুন, পুড়েছে ৮ প্রতিষ্ঠান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
হাজীগঞ্জের বাকিলা বাজারে আগুন, পুড়েছে ৮ প্রতিষ্ঠান  হাজীগঞ্জের বাজারে আগুন, পুড়েছে ৮ ব্যবসা প্রতিষ্ঠান 

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা মাধ্য বাজারে আগুন লেগে আট ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। 

আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিস হাজীগঞ্জ স্টেশনের দমকল বাহিনীর সদস্য আল-আমিন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

 

হাজীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মঞ্জুরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।  

বাকিলা বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আগুনে গৌতমের ফার্মেসি, দুলালের টেইলার্স, সমিরের লন্ড্রি, লিটন মালির ডিমের আড়ৎ, শিপন পালের পানের আড়ৎ, মোজাফফরের মুদি দোকান, সুমন মালির পানের আড়ৎ ও শিমুল দাসের চালের আড়ৎ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।