ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিএইচসিপিদের চাকরি রাজস্বকরণের দাবিতে লাগাতার অবস্থান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
সিএইচসিপিদের চাকরি রাজস্বকরণের দাবিতে লাগাতার অবস্থান

ঢাকা: কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মীদের চাকরি রাজস্বকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন অ্যাসোসিয়েশনের কর্মীরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান করতে দেখা যায়।

বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও সদস্য সচিব মো. নঈম উদ্দিনের নেতৃত্বে তারা এ আন্দোলন করছেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা মো. কামাল হোসাইন সরকার বলেন, সিএইচসিপিদের চাকরি রাজস্বকরণের দাবিতে গত ২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এরপর ১৮ থেকে ৩১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

তারপরও দাবি আদায় না হওয়ায় ১ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনশন কর্মসূচি পালনের পর কর্মসূচির সাময়িক মূলতবি ঘোষণা করা হয়। পরে ২৩ ফেব্রুয়ারি থেকে ফের জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া অবস্থান কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।

তিনি বলেন, গত ১৪ ফেব্রুয়ারি এই কর্মসূচি চলমান অবস্থায় ৮ জন সহকর্মীকে বরখাস্ত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।