ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আরএমপির নতুন ৮ থানার কার্যক্রম শুরু বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
আরএমপির নতুন ৮ থানার কার্যক্রম শুরু বৃহস্পতিবার

রাজশাহী: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নবগঠিত আট থানার কার্যক্রম বৃহস্পতিবার (০১ মার্চ) সকাল থেকে শুরু হচ্ছে। এরইমধ্যে থানগুলোতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিযুক্ত করা হয়েছে।

আরএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান স্বাক্ষরিত এক আদেশে গত ২৫ ফেব্রুয়ারি আট পুলিশ কর্মকর্তাকে নতুন থানাগুলোতে পদায়ন করা হয়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আরএমপি সদর দফতরে তিনি সংশ্লিষ্টদের দায়িত্ব প্রদান করেন।

অনুষ্ঠানে আরএমপি কমিশনার মো. মাহবুবর রহমান বলেন- নগর পুলিশের নবগঠিত থানার কার্যক্রম শুরু হলে সাধারণ মানুষের কাছে আরও বেশি আইনি ও পুলিশি সেবা পৌঁছানো যাবে। তখন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও মাদক প্রতিরোধে পুলিশ আরও বেশি তৎপর থাকতে পারবে বলে জানান আরএমপির এই শীর্ষ কর্মকর্তা।

এদিকে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বাংলানিউজকে বলেন, আজ পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া শেষ হয়েছে। তাই ১ মার্চ থেকে নতুন থানাগুলোতে সংশ্লিষ্ট ওসিরা দায়িত্ব পালন করবেন।

এর মধ্যে মহানগরীর মতিহার থানার বর্তমান ওসি মেহেদী হাসান রন্টুকে নতুন কাটাখালি থানায়, শাহাদাত হোসেন খানকে মতিহার থানায়, হুমায়ুন কবিরকে চন্দ্রিমা থানায়, এসএম মাসুদ পারভেজকে পবা থানায়, রবিউল ইসলামকে কাশিয়াডাঙ্গা থানায় এবং আব্দুল লতিফকে দামকুড়া থানায় পদায়ন করা হয়েছে।

একই আদেশে পরিদর্শক কবিরুল ইসলামকে নতুন বেলপুকুর থানায়, পরিদর্শক ইমাম জাফরকে কর্ণহার থানায় ও পরিদর্শক রাজিবুল ইসলামকে বিমানবন্দর থানায় পদায়ন করা হয়েছে। এসব থানায় ওসি নিযুক্ত করা না পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

তাই তাদের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে- এর মধ্যে  চন্দ্রিমা থানার ওসি-০১৭৬৯৬৯২৯১৬, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯১৯, কাশিয়াডাঙ্গা থানার ওসি-০১৭৬৯৬৯২৯২০, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯২৩, পবা থানার ওসি-০১৭৬৯৬৯২৯২৪, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯২৭, দামকুড়া থানার ওসি-০১৭৬৯৬৯২৯২৮, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯৩১, কর্ণহার থানার ওসি-০১৭৬৯৬৯২৯৩২, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯৩৫, কাটাখালী থানার ওসি-০১৭৬৯৬৯২৯৩৬, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯৩৯, বেলপুকুর থানার ওসি-০১৭৬৯৬৯২৯৪০, ডিউটি অফিসার-০১৭৬৯৬৯২৯৪৩, বিমানবন্দর থানার ওসি-০১৭৬৯৬৯২৯৪৪, ডিউটি অফিসারের মোবাইল নম্বর-০১৭৬৯৬৯২৯৪৭।  

এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থানাগুলো উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।