ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জৈন্তাপুরে সংঘর্ষ-হত্যায় আড়াইশ’ জনের বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
জৈন্তাপুরে সংঘর্ষ-হত্যায় আড়াইশ’ জনের বিরুদ্ধে মামলা

সিলেট: ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে সংঘর্ষ এবং ছাত্র হত্যার ঘটনায় আড়াইশ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সংঘর্ষে আহত হরিপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সালাম বাদী হয়ে মামলাটি করেন।  

মামলায় জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমানকে আসামি করে ৫২ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামি করা হয়।

 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ মঈনুল জাকির বাংলানিউজকে বলেন, এ পর্যন্ত মামলায় তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কেন্দ্রি ঝিঙ্গাবাড়ি গ্রামের মছন আলীর ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম, একই গ্রামের আজিজুল হকের ছেলে কবীর আহমেদ ও আমবাড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে মাহফুজুর রহমান। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  

গত ২৬ ফেব্রুয়ারি রাতে জৈন্তাপুর উপজেলার আমবাড়ি ওয়াজ মাহফিলে মাওলানা গাজী সুলোমান হোসাইনের ইসলাম বক্তব্য প্রদানের অভিযোগে সুন্নি-ওয়াহাবি মতাদর্শিদের মধ্যে সংঘর্ষ হয়। এতে হরিপুর মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছাত্র মাওলানা মোজ্জাম্মেল হোসেন নিহত হন। সংঘর্ষে হরিপুর বাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস ছালামসহ অন্তত অর্ধশত লোক আহত হন।

সংঘর্ষে অন্তত ৪৮টি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের দুটি তদন্ত কমিটি মাঠ পর্যায়ে কাজ করছে।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।