ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সব পরিস্থিতিতে বিচারকদের নিজ দায়িত্ব পালন করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
সব পরিস্থিতিতে বিচারকদের নিজ দায়িত্ব পালন করতে হবে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সব ধরনের পরিস্থিতিতে বিচারকদের নিজ দায়িত্ব পালন করতে হবে। সম্প্রতি বিচার বিভাগের অর্জন উল্লেখ করার মতো। অনেক চাঞ্চল্যকর মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

বৃহস্পতিবার (০১ মার্চ) রাজধানীর একটি হোটেলে নিম্ন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) উদ্যোগে তাকে (প্রধান বিচারপতি) সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় প্রধান বিচারপতি নিম্ন আদালতের বিচার কার্যক্রমে বিচারক শূন্যতা যাতে না থাকে এবং বিচারপ্রার্থীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে জন্য নিম্ন আদালতের বিচারক পদের মোট ১০ শতাংশ সংরক্ষিত পদ সৃষ্টির জন্য আইনমন্ত্রীর প্রতি আহবান জানান।

বিজেএসএ’র সভাপতি ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক,  আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক প্রমুখ।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মামলাজট কমাতে ও বিচার প্রাথী জনগণের হয়রানি লাঘবে শিগগিরই ই-জুডিশিয়ারি চালু করবে সরকার।   সমৃদ্ধ বিভাগ হিসেবে গড়ে তুলতে বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে।

মন্ত্রী বলেন, ক্ষমতার দ্বন্দে বিচার বিভাগ কোনো প্রতিদ্বন্ধি প্রতিষ্ঠান নয়, বরং বিচার বিভাগ হবে জনগণের কল্যাণ ও ন্যায়বিচার নিশ্চিতের প্রতিষ্ঠান। বিচার বিভাগ সেভাবেই কাজ করবে বলে আশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
ইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।