ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ভ্যান চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
দিনাজপুরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ভ্যান চালক নিহত

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার মহিষকোটা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাহাবুব ইসলাম (৩৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এসময় ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তার বাবা আফতাব উদ্দিন (৬২) আহত হন।

বৃহস্পতিবার (০১ মার্চ) দিবাগত রাত পৌনে ১১টায় মহিষকোটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে বলেন, সারাদিন কাজ করে তারা বাবা-ছেলে একসঙ্গে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।

রাস্তায় একটি বাইসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এসময় প্রতিপক্ষ তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৫৫৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।