শুক্রবার (২ মার্চ) সকাল ৯টার পরে পেশাগত দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার সময় তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় আহত হন তিনি। মহিউদ্দিন বাংলানিউজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মিডিয়া উইংয়ে সংযুক্ত রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুর্ঘটনায় মহিউদ্দিনের মাথা ফেটে গেছে। ভেঙেছে দুটি দাঁত। মুখের ভিতরে কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বাঁ হাতেও জখম গুরুতর। প্রাথমিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সেখানে দাঁতের ভালো চিকিৎসা না থাকায় ল্যাবএইডে নেওয়া হয়েছে। সিটি স্ক্যানসহ অন্য সব পরীক্ষা শেষে তাকে হাসপাতালের ৬৭২ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শনিবার (৩ মার্চ) খুলনা সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরের নিউজ কাভার করতে সাংবাদিকদের অগ্রবর্তী টিমের সঙ্গে আজই খুলনা যাওয়ার কথা ছিল তার। এ উদ্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছিলেন তিনি।
তাকে বহন করা গাড়িটি তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় পৌঁছালে মহিউদ্দিন নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত পেছন দিকে একজন যাত্রী ধাক্কা দিলে চলন্ত গাড়ি থেকে পড়ে যান।
এসময় কাছাকাছি থাকা প্রধানমন্ত্রী বিটের অন্য সহকর্মীরা মহিউদ্দিনকে উদ্ধার করে ঢামেকে নেন।
ঢামেকে কর্তব্যরত ডিউটি ডাক্তার মো. সাইফুল বাংলানিউজকে বলেন, রোগীর মাথা কেটে গেছে। সেলাই দেওয়া হয়েছে ১১টি। দাঁত ভেঙে গিয়ে মুখের ভিতর জখম হয়ে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া রাস্তার সঙ্গে ঘষা লেগে ছিলে গেছে শরীরের বিভিন্ন অংশ।
** দুর্ঘটনায় আহত বাংলানিউজের মহিউদ্দিন
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এসআই/এএ