বুধবার (০৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-গোলাপ রবিদাস, পিচ্ছি রবিদাস, স্বপ্ন রবিদাস ও নীল রবিদাস।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (০৬ মার্চ) মন্টু রবিদাসের বড় ছেলে শঙ্কর রবিদাসের বিয়ের অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গল উপজেলা থেকে বুধবার ফেরার পথে কুলাউড়ার গাজীপুর সড়কের বনগাঁও এলাকায় পৌঁছালে বরযাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বরের বাবা মন্টু নিহত হয়।
আহত চারজনকে দ্রুত উদ্ধার করে কুলাউড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
আরআইএস/