ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর শ্যামপুরে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আফসানা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহত আফসানা খুলনার খালিশপুর উপজেলার হাউজিং এস্টেট এলাকার আবদুল আজিমের স্ত্রী।

 বর্তমানে তারা কুড়িল বিশ্বরোড চৌরাস্তা এলাকায় পরিবারে সঙ্গে থাকতেন।

নিহতের স্বামী আজিম বাংলানিউজকে জানান, তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সকালে দিকে তার স্ত্রী আফসানাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জের পাগলায় ফুফুর বাসায় যাচ্ছিলাম। পথে শ্যামপুরের লাল মসজিদ এলাকায় এলে চলন্ত মোরটসাইকেল স্লিপ খেয়ে রাস্তায় আফসানা ছিটকে পড়ে যায়। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তার ওপর দিয়ে চলে যায়। মুমুর্ষূ অবস্থায় আফসানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক সোয়া আটায় মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।