বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসানা খুলনার খালিশপুর উপজেলার হাউজিং এস্টেট এলাকার আবদুল আজিমের স্ত্রী।
নিহতের স্বামী আজিম বাংলানিউজকে জানান, তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সকালে দিকে তার স্ত্রী আফসানাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জের পাগলায় ফুফুর বাসায় যাচ্ছিলাম। পথে শ্যামপুরের লাল মসজিদ এলাকায় এলে চলন্ত মোরটসাইকেল স্লিপ খেয়ে রাস্তায় আফসানা ছিটকে পড়ে যায়। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তার ওপর দিয়ে চলে যায়। মুমুর্ষূ অবস্থায় আফসানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক সোয়া আটায় মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এজেডএস/এএটি