বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা এ প্রতিবাদ জানায়।
কিশোরগঞ্জ জেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধনে টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, কুমিল্লাসহ কয়েকটি জেলার পোল্ট্রি ডিলারেরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, গত দুই বছরে যে হারে পোল্ট্রি খাদ্য ও বাচ্চার দাম বেড়েছে। সেই হারে ডিম ও মুরগির দাম বাড়েনি। এক কেজি সাইজের একটি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৩০ টাকা। এর বাজার মূল্য আছে ৯৫ টাকা থেকে ১০০ টাকা। একটি ডিম উৎপাদন খরচ ৬ টাকা যার বাজার মূল্য ৪ টাকা ৩০ পয়সা। এক বছর ধরে ক্রমাগত লোকসান দিতে ৮০% খামার বন্ধ। খামারিরা আজ সর্বশান্ত। তারা পোল্ট্রি শিল্পকে রক্ষার জন্য কিছু প্রস্তাবনা পেশ করেন।
দাবি- বাচ্চা ও খাদ্য উৎপাদনকারী কোম্পানি ডিম ও ব্রয়লার মুরগি উৎপাদন ও বাজারজাত করতে পারবে না। সিপি, কাজী, আফতাব, প্যারাগন, আকিজসহ সব কোম্পানির ব্রয়লার মুরগি ও ডিম উৎপাদন বন্ধ, তৃণমুলে লাখ লাখ প্রান্তিক পোল্ট্রি খামারিদের রক্ষার জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা, পোল্ট্রি খাদ্য ও বাচ্চার দাম কমাতে হবে ও সরকারি মূল্য নির্ধারণ, পোল্ট্রি খাদ্য তৈরির কাঁচামালের ওপর সরকার আরোপিত শুল্ক প্রত্যাহার, বিদেশি কোম্পানি গুলোকে সরকারি নীতিমালার আলোকে মনিটরিং, দেশি কোম্পানিগুলোকে অধিক মুনাফা অর্জনের প্রবণতা পরিহার , সহজ শর্তে পোল্ট্রি খামারিদের ক্ষুদ্রশিল্পের আওতায় বিদ্যুৎ সংযোগ এবং প্রধানমন্ত্রীর অঙ্গীকার একটি বাড়ি একটি খামার বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সভাপতি মো. শরীফ উদ্দিন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. নুরুল আলম সোহেল।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
এমএইচ/এএটি