বৃহস্পতিবার (৮ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া তার কার্যালয় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি মোবাইল ফোনে কুমিল্লার বরুড়া উপজেলা কমপ্লেক্সে উদ্বোধন অনুষ্ঠানে থাকা বরুড়া উপজেলার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন।
বিআরটিসির চেয়ারম্যান বাংলানিউজকে বলেন, প্রতিদিন সকাল ৯টায় বরুড়া থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে আসবে। শুক্রবার (৯ মার্চ) থেকে তিনটি বাস রাউন্ড টিপ দেওয়া শুরু করবে।
তিনি আরও জানান, অনেক সময় পত্র-পত্রিকায় দেখতে পাই সদরঘাটে লঞ্চের যাত্রীরা বাসের অপেক্ষায় থাকার সময় ছিনতাইয়ের শিকার হন। এই কথা মাথায় রেখে প্রতিদিন ভোরে সদরঘাট থেকে ঢাকার দিকে উষা নামে তিনটি বিআরটিসি বাস চালু করার প্রক্রিয়া শেষ পর্যায়ে।
এই সার্ভিসটি চলতি মাসের ২২ তারিখে চালু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এজেডএস/আরআর