ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে প্রবীণ সাংবাদিক অধ্যাপক নজরুল আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
নাটোরে প্রবীণ সাংবাদিক অধ্যাপক নজরুল আর নেই

নাটোর: নাটোরের প্রবীণ সাংবাদিক ও নাটোর রাণী ভবানী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক একেএম নজরুল ইসলাম আর নেই।

বৃহস্পতিবার (০৮ মার্চ) সকাল ১০টায় নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না.....রাজিউন)।
 
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ জোহর নাটোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে নাটোর প্রেসক্লাবের সামনে তার মরদেহ নেওয়া হলে সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

নাটোর পুলিশ লাইন মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তার জন্মস্থান লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের ঘাট মোড়দহ গ্রামে মরদেহ নেওয়া হয়।

সেখানে বাদ আসর নজরুল নগর-ঘাট মোড়দহ মডেল কলেজ মাঠে তার তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।