বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।
মন্ত্রীপরিষদ বিভাগের এ-টুআই প্রোগ্রামের আওতায় খুলনা বিভাগীয় প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বরং সময়ের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশে রুপ নিয়েছে। বর্তমানে যে ডিজিটাল যুগের সূচনা তার শুরু তারই হাত ধরে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পৃথিবীকে নেতৃত্ব দিতে হলে অবশ্যই বর্তমান প্রজন্মকে ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে।
খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহমেদুল কবীর।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, খুলনার জেলা প্রশাসক (ডিসি) মো. আমিন উল আহসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এমআরএম/এসআরএস