ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ৩ দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল মেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
খুলনায় ৩ দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল মেলা শুরু ফিতা ও বেলুন উড়িয়ে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮’ শুরু

খুলনা: খুলনায় তিন দিনব্যাপী বিভাগীয় ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮’ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।  

মন্ত্রীপরিষদ বিভাগের এ-টুআই প্রোগ্রামের আওতায় খুলনা বিভাগীয় প্রশাসন এ মেলার আয়োজন করেছে।

মেলায় ৫টি প্যাভিলিয়নে ৭৭টি প্রতিষ্ঠানের ৮০টি স্টল স্থান পেয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বরং সময়ের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশে রুপ নিয়েছে। বর্তমানে যে ডিজিটাল যুগের সূচনা তার শুরু তারই হাত ধরে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পৃথিবীকে নেতৃত্ব দিতে হলে অবশ্যই বর্তমান প্রজন্মকে ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে।

খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহমেদুল কবীর।  

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার,  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, খুলনার জেলা প্রশাসক (ডিসি) মো. আমিন উল আহসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।