বৃহস্পতিবার (০৮ মার্চ) বিকেল ৩টার দিকে বড়াইগ্রাম থানার মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বাসচালক ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বীরাহিমপুর গ্রামের বদরুদ্দিন মণ্ডলের ছেলে জামিরুল মণ্ডল (৩২), হেলপার একই এলাকার আব্দুল মোল্লার ছেলে সোহেল রানা (২৭) ও সুপারভাইজার বড়াইগ্রামের মশিন্দা গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে নিপ্পন আলী (৩৮)।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ থেকে ঢাকাগামী আরকে পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় চালকের ছিটের নিচ থেকে একটি এলজি পাওয়ায় চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে।
এদিকে, চালক আটক হওয়ার পর যাত্রীরা বিপাকে পড়েন। পরে স্থানীয় অন্যান্য বাস কাউন্টারে গিয়ে নতুন করে টিকেট নিয়ে তারা নিজ নিজ গন্তব্যে রওনা হন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসআই