ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
মুন্সীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক আটক অভিযুক্ত যুবক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় উজ্জ্বল হোসেন (২৬) নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ মার্চ) বিকেলে উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় এ ঘটনা ঘটে। উজ্জ্বল ওই স্কুলছাত্রীর বাড়িতে ভাড়া থেকে রংমিস্ত্রি হিসেবে কাজ করেন।

তিনি উপজেলার রামপাল এলাকার মৃত চান মিয়ার ছেলে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রণয় মান্না দাস বাংলানিউজকে বলেন, ওই স্কুলছাত্রীকে হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, উজ্জ্বল ওই ছাত্রীকে তার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ছাত্রীর পরিবারের লোকজন আমাদের বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে উজ্জ্বলকে আটক করে পুলিশ।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।