বৃহস্পতিবার (০৮ মার্চ) বিকেলে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা করেন।
এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলাসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে পাঁচদিনের সফরে দুপুরে আসামের গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আরও পড়ুন>>
** সোলার সামিটে যোগ দিতে রাষ্ট্রপতি ভারতে
গৌহাটিতে অনুষ্ঠেয় ‘ফাউন্ডিং কনফারেন্স অব দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে (আইএসএ)’ যোগ দেবেন তিনি। পাশাপাশি দিল্লিতে সোলার সামিট-২০১৮ এ রাষ্ট্রপতি অংশ নেবেন।
সফর শেষে ১২মার্চ (সোমবার) রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এমএ